ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ঘোড়াঘাটে ৪৪৬ বোতল ফেনসিডিলসহ আটক ১ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২ জুলাই ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৪৪৬ বোতল ফেনসিডিলসহ জামিল আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার ভোররাতে ঘোড়াঘাট উপজেলার হিলির মোড়ের লালমাটিয়া গ্রামে অভিযান চালিয়ে ট্রাক ও ফেনসিডিলসহ তাকে আটক করে র‌্যাব। আটক জামিল আলী বগুড়ার কাহালু থানার সাকাটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুরের ক্যোম্পানি কমান্ডার লেফটেনেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় র‌্যাব। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার ভোররাতে ঘোড়াঘাট উপজেলার লালমাটিয়া এলাকায় অভিযান চালায়। 

এসময় সেখান থেকে একটি ট্রাকের মধ্যে থেকে লুকানো অবস্থায় ৪৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও এর সাথে জড়িত জামিল আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি